হাওড়ার ঘটনার পর আরও আতঙ্কিত হয়ে পড়েছে আসানসোল শিল্পাঞ্চলের মানুষ।কারণ আসানসোলে রয়েছে দুটি বড় বড় ডাম্পিং গ্রাউন্ড।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: আসানসোল :: বৃহস্পতিবার ২৭,মার্চ :: হাওড়া ডাম্পিং গ্রাউন্ডে বিস্ফোরণ যার ফলে একাধিক বাড়িতে দেখা দিয়েছে ফাটল। আতঙ্কে এলাকা ছেড়েছে বহু পরিবার। হাওড়ার ঘটনার পর আরও আতঙ্কিত হয়ে পড়েছে আসানসোল শিল্পাঞ্চলের মানুষ।কারণ আসানসোলে রয়েছে দুটি বড় বড় ডাম্পিং গ্রাউন্ড।

তাই এখানেও কি ঘটতে পারে হাওড়ার মতো ঘটনা আশঙ্কা করছেন শিল্পাঞ্চলবাসী। কয়লা খনি এলাকা বলেই পরিচিত আসানসোল।এখানে ধস, ফাটল নতুন কোন ঘটনা নয় এই খনি এলাকা আসানসোলে।কিন্তু আসানসোলের কালীপাহাড়ি এলাকায় জাতীয় সড়কের পাশে থাকা বড় দুটি ডাম্পিং গ্রাউন্ড চিন্তা বাড়াচ্ছে শহরবাসীর।

এই দুটি ডাম্পিং গ্রাউন্ডে পাহাড়ের স্তুপের মতো আর্বজনা রয়েছে।জানা গিয়েছে দীর্ঘ ৪০ বছর ধরে জাতীয় সড়কের দু’পাশেই আবর্জনার ফেলা হয় এই ডাম্পিং গ্রাউন্ডে। হাওড়ার ডাম্পিং গ্রাউন্ডে যে ঘটনা ঘটলো তা ঘটবে না তো আসানসোলে।এই প্রশ্ন শহরবাসীর।

কারণ এই ডাম্পিং গ্রাউন্ডের পাশেই রয়েছে ১৯ নম্বর জাতীয় সড়ক।এমনকি ডাম্পিং গ্রাউন্ডের পাশে কিছু জনবসতি এলাকাও রয়েছে।যদি হাওড়ার মতোই আসানসোলে কোন ঘটনা ঘটলে ক্ষতি হবে জাতীয় সড়কে, প্রভাব পড়বে যান চলাচলে।

আসানসোল দক্ষিণের বিজেপি বিধায়ক অগ্নিমিত্রা পালের অভিযোগ এখানেও হাওড়ার মতো ঘটনা ঘটতে পারে। তবে আসানসোলে হাওড়ার মতো ঘটনা ঘটার আশঙ্কা উড়িয়ে দিয়েছেন আসানসোল পৌরনিগম কতৃপক্ষ।

এই প্রসঙ্গে আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক বলেন এখানে সেই রকম সমস্যা হওয়ার কথা নয়। কারণ এখানকার ডাম্পিং গ্রাউন্ডে পৌরনিগমের নির্দিষ্ট দপ্তরের আধিকারিকরা সারাবছরই পরিদর্শন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 10 =