নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ০১,ডিসেম্বর :: হাওড়া সাত সকালেই আগুন হাওড়া বেলুর থানার অন্তর্গত ঘুসুড়ি, কেওরা বাগান মোরে একটি প্লাস্টিক ফ্যাক্টরিতে বিধ্বংসী আগুন । ৩৩ কাশি মন্ডল লেনে ঘটনাস্থলে পাঁচটি দমকলের ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে দমকল কর্মীদের। জলের ব্যবস্থা নেই নেই আগুন নেভানো সামগ্রী।
