নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ২১,নভেম্বর :: হাওড়ার ঘুসুড়ির নস্কর পাড়ায় মঙ্গলবার সকালে একটি প্লাস্টিক ব্যাগ ও বস্তা তৈরী কারখানা ও গোডাউনে আগুন লাগে | খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন | স্থানীয়দের দাবি, সকাল সাড়ে আটার পর হটাৎ করেই কারখানার টপ ফ্লোর থেকে কালো ধোঁয়া বেরোতে দেখা যায় |
