হাওড়ার ঘুসুড়ির বহুতলে আগুন – ঘটনাস্থলে দমকল ও বিদ্যুত দপ্তর

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ২৯,জুন :: হাওড়ার ঘুসুড়ির ১৩ নাম্বার গিরিশ ঘোষ রোডের বহুতলের গ্রাউন্ড ফ্লোরে আগুন | ঘটনাস্থলে দমকলের দুটি ইঞ্জিন এসে দু ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে | আগুন লাগে একটি মাল্টিজিমে |

জিমে মজুত ছিল রঙের কন্টেনার ও বেশ কিছু খাদ্য দ্রব্যের প্লাস্টিকের প্যাকেট | আগুন আতঙ্কে বহুতল থেকে মহিলা শিশুরা বেরিয়ে আশ্রয় নেয় রাস্তায় | বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুন বলে মনে করছে দমকল | আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও বিদ্যুত দপ্তরের  কর্মীরা |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

two × 1 =