হাওড়ার ঘুসুড়ির শ্যাম মন্দির উপচে পড়েছে ভিড়। যেখানে শ্যাম এবং রাধার ভক্তরা রয়েছে , রয়েছেন নারী-পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষ ।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৪,মার্চ :: রঙের উৎসব দোল উৎসব। আর এই দোল উৎসব একেবারে রঙ্গিন হয়ে উঠেছে হাওড়া শহর জুড়ে। একদিকে যেমন চিরাচরিত প্রথা অনুযায়ী , বেলুড় মঠে দোল উৎসব পালন করলেন বেলুড় মঠের সন্ন্যাসীরা।

ঠিক তার পাশেই হাওড়ার ঘুসুড়ির শ্যাম মন্দির উপচে পড়েছে ভিড়। যেখানে শ্যাম এবং রাধার ভক্তরা রয়েছে , রয়েছেন নারী-পুরুষ জাতি ধর্ম নির্বিশেষে প্রচুর মানুষ । হাওড়ার এই শ্যাম মন্দির হয়ে ওঠে মথুরা বা বৃন্দাবন সব মিলিয়ে রঙের খেলায় মাতিয়ে দিতে এবং নিজেদের রঙিন করতে , রঙের উৎসবে মেতে উঠেছেন ৮ থেকে ৮০।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + seventeen =