হাওড়ার জগৎবল্লভপুরে কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি, যোগ দেবেন একাধিক কর্মসূচিতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ১৩,সেপ্টেম্বর :: হাওড়া রাজাপুর দক্ষিণ বাড়িতে পলাশ মালিকের বাড়িতে আসছেন কেন্দ্রীয় নারী ও শিশু বিকাশ মন্ত্রী স্মৃতি জুবিন ইরানি। কেন্দ্রীয় মন্ত্রী গৃহ সম্পর্ক অভিযান করবেন। এই উপলক্ষে গ্রামের কর্মীর বাড়িতে সকাল থেকেই রান্নাবান্না সহ অতিথি আপ্যায়নের বিভিন্ন আয়োজন করা হয়েছে।

এই উপলক্ষে পরিবারের মহিলা সদস্যা রুমা মালিক বলেন, দিদি আসছেন আমরা খুবই খুশি, ওনার জন্য আমরা গরীব ঘরে বাঙালি খাবারের আয়োজন করেছি। ভাত, পটল চিংড়ি, শুক্তো, সর্ষে ইলিশ, রুই মাছের কালিয়া, চাটনি, পাপড়, মিষ্টি বিভিন্ন রকম খাবারের আয়োজন করেছি।

মা কাকীমা সকলে মিলে আমরা রান্নার আয়োজন করেছি। আরেক মহিলা সদস্যা সুচিত্রা হাজরা বলেন, বাঙালি রান্নার আয়োজন আমরা করেছি। খুবই আনন্দিত যে একজন কেন্দ্রীয় মন্ত্রী তিনি আমাদের মতো গরিবের বাড়িতে আসছেন। ১৫ বছর হলো এখানে দক্ষিণ বাড়ীতে এসেছি। কিন্তু এত বড় মাপের কোনও মন্ত্রী আমাদের এখানে আসেনি।

বিশেষ করে আমাদের বাড়িতে উনি আসছেন। এটা ভেবেই আমরা খুব আনন্দিত। প্রসঙ্গত, কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি আজ হাওড়ার জগৎবল্লভপুর সহ চামরাইল, জগদীশপুর বিভিন্ন অঞ্চলে একাধিক কর্মসূচিতে অংশ নেবেন। পার্টি কার্যকর্তাদের সঙ্গে বৈঠক, তাদের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার পাশাপাশি গ্রামে গিয়ে সাধারণ মানুষের সঙ্গে জন সম্পর্ক স্থাপন, জনসংযোগ বিভিন্ন কর্মসূচি রয়েছে কেন্দ্রীয় মন্ত্রীর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × 2 =