হাওড়ার জনবহুল এইচআইটি রোডে ঝুপড়িতে আগুন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৯.জুলাই :: সাত সকালেই হাওড়ার এইচ আই টি রোডে মহেশ ভট্টাচার্য হোমিওপ্যাথি কলেজের উল্টো দিকের ঝুপড়িতে ভয়াবহ আগুন লাগে। দমকল আসার আগেই স্থানীয় বাসিন্দারা ও চ্যাটার্জি হাট থানার পুলিশের সহযোগিতায় আগুন আয়ত্তে নিয়ে আসা সম্ভব হয়, তা না হলে আরো বড় রকমের দুর্ঘটনা ঘটতে পারতো।

পরে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন।হতাহতের কোন খবর নেই।তবে কিভাবে আগুন লাগলো তা নিয়ে তদন্ত শুরু করেছে চ্যাটার্জি হাট থানার পুলিশ। কিন্তু এই অঞ্চলে সাধারণ মানুষের বক্তব্য মাঝেমধ্যেই বছরে ২ থেকে তিনবার একই জায়গায় বছরের কোন না কোন সময় এরকমই বিধ্বংসী আগুন লাগে।

কখন প্রশাসনের তৎপরতা দেখা যায়। কিন্তু বর্তমানে মাননীয় মুখ্যমন্ত্রীর কথায় সরকারি জায়গা দখল করে কোন ঝুপড়ি বা দোকান রাখা যাবে না অথচ এই সরকারি জায়গায় একের অধিক বউ পরিবার দীর্ঘদিন ধরে বসবাস করছে সেদিকে প্রশাসনের কোন নজর নেই। অথচ আগুন লাগার পর ক্ষতিগ্রস্তরা সরকারের তরফ থেকে ক্ষতিপূরণের দাবি করেন। বর্তমানে এই বিষয়গুলি ভাবাচ্ছে ওই এলাকার বাসিন্দাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 3 =