নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ২১,এপ্রিল :: হাওড়ার ডোমজুড়ের রাজাপুরের অন্তর্গত দক্ষিণ ঝাপড়দার একটি কারখানায় বিধ্বংসী আগুন লাগে। ওই কারখানার লাগোয়া আরো বেশ কিছু কারখানা থাকাতে আতঙ্কিত হয়ে পড়েন সেখানকার কর্মীরা। আতঙ্কে সব কারখানা থেকে বেরিয়ে আগুন নেভানোর কাজে হাত লাগায়।
কিন্তু আগুনের তীব্রতা এতই বেশি ছিল যে তারা প্রাণভয়ে এদিক ওদিক পালাতে থাকে খবর দেওয়া হয় ডোমজুড় থানায় ডোমজুড় থানার পুলিশ এসে খবর দেয় দমকলে ঘটনাস্থলে দমকলে ১৫ টি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল সৃষ্টি হয় । কি করে আগুন লাগলো তদন্ত করছে দমকল ও ডোমজুড় থানার পুলিশ।