নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ১০,আগস্ট :: হাওড়ার ডোমজুড় আজাদ হিন্দ ফৌজ স্মৃতি কলেজে ছাত্র ছাত্রীদের বিক্ষোভ। কলেজ পরিচালন সমিতির সভাপতি তুফান ঘোষ কে কেন্দ্র করে প্রতিবাদ ছাত্র দের। তাদের অভিযোগ জগৎবল্লভপুরের বিধায়ক সীতানাথ ঘোষ ঘনিষ্ঠ তৃনমূল নেতা তুফান ঘোষ কে কলেজের সভাপতি করেছে বিধায়ক নিজে।
তাদের অভিযোগ দূর্নীতি গ্রস্ত তৃনমূল নেতা বর্তমানে মাকড়দহ এক নম্বর গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান এছাড়াও মাকড়দহ বামাসুন্দরী স্কুলের পরিচালন সমিতির সভাপতি । তাই একধিক পদে থাকার পরেও কলেজ পরিচালন সমিতির সভাপতি করেছেন বিধায়ক তাকে আমরা মানছি না মানবো না। গোটা কলেজ জুড়ে পোষ্টার লাগিয়েছে ছাত্ররা ।
উল্লেখ্য বর্তমানে তুফান ঘোষ এলাকায় বিধায়ক সীতানাথ ঘোষ অনুগামী হিসাবে পরিচিত। সব মিলিয়ে গোষ্ঠী কোন্দলে উত্তপ্ত ডোমজুড়ের আজাদ হিন্দ স্মৃতি মহাবিদ্যালয়। গত পঞ্চায়েত নির্বাচনে আগে পাঁচলার বিধায়ক গুলসান মল্লিক প্রকাশ্য সভায় অভিযোগ করে ছিলেন তুফান ঘোষ কয়েক লক্ষ টাকার বিনিময়ে টিকিটের জন্য তার কাছে গিয়েছিলেন।