হাওড়ার দাসনগরে মহা ধুমধামে উদযাপিত হচ্ছে ৬১ বছরের পুরনো শ্রী শ্রী শীতলা মায়ের পূজা

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ১২,মার্চ :: হাওড়ার দাসনগরে মহা ধুমধামে উদযাপিত হচ্ছে ৬১ বছরের পুরনো শ্রী শ্রী শীতলা মায়ের পূজা অর্চনা । পাঁচদিন ব্যাপী চলবে শীতলা মায়ের পূজা অর্চনা থেকে শুরু করে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান ও অন্যকুট।

এই অঞ্চলের এলাকাবাসীরা বুধবার পান্তা ভাত সহযোগে মায়ের নামে ঠান্ডা খাবেন । এটাই হলো এই মায়ের পুজোর একটি উপাচার।

মায়ের মূর্তি উন্মোচনের সাথে সাথে শুরু হয়ে গিয়েছে মায়ের পুজোর বিভিন্ন রকম ব্যবস্থাপনা। এই পুজো উদ্বোধন করেন হাওড়া পুরসভার প্রশাসনিক প্রধান সুজয় চক্রবর্তী , ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ সহ সমাজসেবী সাগর সিং ও আরো বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine − one =