নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ২১,জুলাই :: হাওড়ার মঙ্গলাহাটে গতকাল রাতের বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনায় আজ সকালে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজ্যের দমকলমন্ত্রী সুজিত বসু। তিনি বলেন, এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত এবং সঠিক তদন্ত হবে। ফরেনসিক তদন্তের জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
যদি এই ঘটনায় কোনও অন্তর্ঘাতের প্রমাণ পাওয়া যায় তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। ক্ষতিপূরণের বিষয়টি রাজ্য সরকার নিশ্চয়ই দেখবে। তবে কতগুলো দোকানের ক্ষতি হয়েছে তা এখনই বলা সম্ভব নয়। আমরা দমকলের কাছে এবং পুলিশ কমিশনারের কাছে বলেছি যে ক্ষতিগ্রস্ত দোকানের লিস্ট বানিয়ে আমাদের হাতে দিতে। আমি মুখ্যমন্ত্রীকেও সমস্ত বিষয় জানাব।
আজকে একুশে জুলাইয়ের কর্মসূচি থাকায় ব্যস্ততার মধ্যেও এতগুলো দোকানদার ক্ষতিগ্রস্ত হয়েছেন এবং তাদের পরিবারের কথা ভেবে এখানে এসেছি। এদের পাশে থাকার আমরা চেষ্টা করব। আইনের যা ব্যবস্থা নেওয়ার দরকার তাই নেওয়া হবে। গতকাল রাত সাড়ে বারোটা নাগাদ অগ্নিকাণ্ডের পরই এখানে দমকলের কর্মীরা চলে আসেন।
দমকলের প্রায় ১৮টি ইঞ্জিন এখানে কাজ করেছে। আমি সারারাত এই ঘটনার খবরাখবর নিয়েছি। অনেক দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার যাতে উপযুক্ত তদন্ত হয় সেটা আমরা বলেছি। সিপি’কেও আমরা বলেছি যে পুরো বিষয়টা দেখে একটা কমপ্লেন দিতে। আমরা তদন্ত শুরু করব।