নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ১৪,ডিসেম্বর :: হাওড়ার মালি পাঁচঘরা থানা এলাকার ধর্মতলা লেন এলাকায় স্বামী-স্ত্রীর অস্বাভাবিক মৃত্যুকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়ায়। জানা গিয়েছে মৃতদের নাম বিজয় সাউ (৩৬) ও দীপিকা সাউ (৩০)। স্থানীয় সূত্রে জানা গিয়েছে বুধবার রাতেই তাদের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।

সূত্রের খবর মৃত বিজয় সাউ কয়েক লক্ষ টাকা ঋণ করে ফেলেছিলেন ব্যবসার জন্য। সেই ঋণ আদায়ের জন্য পানু দাদা, তার বাড়িতে এসেও তাগাদা শুরু করেছিল। পুলিশের প্রাথমিক অনুমান ঋণের দায়ে মানসিক অবসাদ থেকেই স্বামী-স্ত্রী আত্মহত্যার পথ বেছে নিয়েছে। ময়নাতদন্তের জন্য দুটি দেহ হাওড়া হাসপাতালে পাঠানো হয়। এদিকে এই ঘটনা জেরে ওই এলাকায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে।