নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ৪ঠা এপ্রিল :: বিজেপি নেতারা হাওড়ার হিংসার ঘটনায় জড়িত অপরাধীদের রক্ষা করার চেষ্টা করেছিল। তারা বলেছিল যে, ওই হিংসামূলক ভিডিওগুলি বাংলার নয়। তার ঠিক একদিন পরেই, ভিডিওগুলিতে যে ব্যক্তির হাতে বন্দুক দেখা গিয়েছে, সে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরে তার অপরাধ স্বীকার করেছে।
একটি ভাইরাল ভিডিও ক্লিপে, ১৯ বছর বয়সী সুমিত সাউকে হাওড়ায় রাম নবমী মিছিলের সময় একটি আগ্নেয়াস্ত্র বহন করতে দেখা গিয়েছে। ভিডিওটি সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ও টুইটও করেছিলেন। তিনি বিজেপির “দাঙ্গাবাজ নীতির” জন্য তাদের নিন্দা করেছিলেন।
সোমবার, বাংলার বিজেপি প্রধান সুকান্ত মজুমদার এবং অন্যরা বলেছিলেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের টুইট করা ভিডিওটি “অন্য কোনও জায়গার”, বাংলার নয়। বিহারের মুঙ্গের থেকে পশ্চিমবঙ্গ পুলিশের হাতে গ্রেপ্তার হওয়ার পরে, সুমিত সাউ স্বীকার করেছে যে, সে একটি পিস্তল নিয়ে হাওড়ায় রাম নবমীর মিছিলে উপস্থিত ছিল।