নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: লিলুয়া :: মঙ্গলবার ২৯,এপ্রিল :: লিলুয়ার স্টেশন রোডে অবস্থিত শান্তিনগরে বারো নম্বর আবাসনের নিচের তলায় বাস করতেন অমৃতা জেঠাণী নামের এক গুজরাটি মহিলা। আনুমানিক বয়স ৪০ বছর।
বেশ কিছু বছর আগে ওই মহিলার পিতৃ -মাতৃ বিয়োগের পর তিনি সামান্য মানসিক বিকারগ্রস্ত হয়েছিলেন বলে ওই এলাকার বাসিন্দাদের বক্তব্য। তার আবাসনে ছিল না কোন বিদ্যুৎ সংযোগ এবং রান্নার জন্য কোন গ্যাস সিলিন্ডার। তিনি কাগজ কাঠ, কয়লা এসব দিয়েই তার নিজস্ব ক্ষুধা নিবারণের জন্য রান্না করতেন ঘরের বাইরে বারান্দায়।
গতকাল রাত্রে প্রচন্ড দাবদহ এর মধ্যেও একটু স্বস্তির বৃষ্টি পেয়ে মহিলা ঘুমাচ্ছিলেন অনুমান করা হচ্ছে। তিনি ভোরবেলা উঠে রান্না করার উদ্দেশ্যে ঘরেই আগুন জ্বালিয়ে ছিলেন ।
কোনো কারণে আগুনের তীব্রতা বেড়ে যায় তাতে ছড়িয়ে পড়ে আগুন। অনুমান করা হচ্ছে মহিলার গায়ে আগুন লাগাতে ভয় পেয়ে জ্বলন্ত অবস্থায় ঘরের ভিতরে তিনি বাঁচার জন্য গেছিলেন
এলাকাবাসীর বক্তব্য সেখানেই তিনি ৮০ শতাংশ পুড়ে যান এবং মেজেতে পড়ে থাকেন । পুলিশ ও দমকল এসে তাকে উদ্ধার করে নিয়ে যায় হাসপাতালে । এই খবর ছড়িয়ে পড়তে ওই আবাসনের ওপর থেকে নেমে আসেন প্রতিবেশীরা, এই ঘটনায় সবাই মর্মাহত এবং চিন্তিত।