নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৫,আগস্ট :: হাওড়া লিলুয়া চকপাড়া আনন্দনগর গ্রাম পঞ্চায়েতের অধীন মিলনী মোড়ে গণেশ পূজোকে নিয়ে তৃণমূলের দুই গোষ্ঠীর মধ্যে রণক্ষেত্রের চেহারা নেয়। মূলত জানা গেছে দীর্ঘদিন ধরে ওই এলাকায় তৃণমূলের পক্ষ থেকে গণেশ পুজো পরিচালনা করছিল তৃণমূলের এক গোষ্ঠীর কর্মীরা।
ইতিমধ্যে তৃণমূলের আরেকটি গোষ্ঠী সেই পুজোকে দখলদারি নেওয়ার জন্য ওই পূজা মন্ডপে আসে । তার ফলেই দুই দলের মধ্যে বচসা শুরু হয়ে যায় বচসা থেকে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এই ঘটনার ফলে ওই অঞ্চলের মানুষ ও পথচারীরা আতঙ্কিত হয়ে পড়ে।
পরবর্তীকালে ঘটনাস্থলে লিলুয়া থানার বিশাল পুলিশ বাহিনী গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে । কিন্তু উভয় পক্ষই দুইদিকে দুই পক্ষ দাঁড়িয়ে থাকে। পরবর্তীকালে পুলিশ পিকেট বসানো হয় মিলনী মোড়ে।