নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২১,জুন :: হাওড়ার শরৎ সদনের লেকে মাছের মড়ক। বুধবার সকাল থেকেই দেখা যায় লেকের জলে ভাসছে মরা মাছ। লেকের জলে প্লাস্টিক প্যাকেট থেকে শুরু করে প্লাস্টিকের গ্লাস ভাসতে দেখা যায়। রক্ষণাবেক্ষণ না জলের দূষণ তা নিয়ে উঠছে প্রশ্ন।
নিরাপত্তারক্ষী সঞ্জয় রায় বলেন, আজকে সকালে এসে দেখলাম এখানে জলাশয়ে অনেকগুলো মাছ মৃত অবস্থায় জলে ভাসছে। কি কারণ সেটা এখনই বলা সম্ভব নয়। প্রতিদিনই সকালে প্রচুর মানুষ এখানে আসেন। তারা মাছকে খেতে দেন প্রচুর পরিমাণে। এখন তা থেকেও জলে বিষাক্ত কিছু হতে পারে অথবা এই গরমে জল কোনও কারণে নষ্ট হতে পারে।
লোকে মাছকে খাবারও দেয় আবার সেই জলেই প্লাস্টিক, আবর্জনা ফেলে যায়। এই সমস্ত কারণে জলাশয়ের জল দূষিত হয়ে থাকতে পারে। জল পচে গিয়ে তাতে মাছের মৃত্যু হতে পারে। তবে ঘটনা যাই হোক তার জন্য আমরা নিজেরাই দায়ী। মানুষের এনিয়ে সচেতন হওয়া প্রয়োজন।