হাওড়ার শেফিল্ড হারিয়েছে তাঁর ঐতিহ্য। তবু হাওড়ায় জ্বলে উৎসবের আলো।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ১৮,সেপ্টেম্বর :: হাওড়ার শেফিল্ড হারিয়েছে তাঁর ঐতিহ্য। তবু হাওড়ায় জ্বলে উৎসবের আলো। বাজে বিশ্বকর্মা পুজোয় বন্ধনের গান। আজ সোমবার বিশ্বকর্মা পুজো। হাওড়ার বিভিন্ন পাড়া এখন নিখুঁত শিল্পী বিশ্বকর্মার দখলে। তবুও কোথাও যেন ফিরে দেখার হাতছানি।

হাওড়ার ব্যবসায়ী সংগঠনের সভাপতি অসিত কুমার চ্যাটার্জি জানান, কুড়ি বছর আগের জৌলুস কমেছে শিল্প কারখানায় । তবে আগের থেকে ইন্ডাস্ট্রি বেড়েছে হাজার গুন। তিনি বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাইরের দেশে গিয়ে এখানে শিল্প গঠনের চেষ্টা করছেন ।

তবে হাওড়া জেলার ধূলোগর, উলুবেড়িয়া, সাঁকরাইল সহ বিভিন্ন জায়গায় যখন প্রচুর ইন্ডাস্ট্রি গঠিত হয়েছে ঠিক তেমনই শহর এলাকায় রাস্তায় যানজটের জন্য শিল্পে সমস্যা হচ্ছে ।

পাশাপাশি বড় বড় মিলে ও কারখানায় কাজ কমেছে। পাশাপাশি নতুন প্রজন্ম মুখ ফেরাচ্ছে বলে জানান তিনি।তবে আশা করছি আগামী দিনে হাওড়ার শিল্পের গৌরব আরও সমৃদ্ধি হবে ও নতুন প্রজন্ম এগিয়ে আসবে শিল্প গঠনে বলে তিনি জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

sixteen − 15 =