নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ১৪,অক্টোবর :: দিন দুয়েক আগে হাওড়ার শ্যামপুর থানা এলাকায় একটি দুর্গাপুজোয় বিতর্কিত ছবি টাঙ্গানোকে কেন্দ্র করে তীব্র উত্তেজনা ছড়িয়েছিল হাওড়ার শ্যামপুরে। পরে এই ঘটনার জেরে ভাঙচুর করা হয়েছিল দুর্গা প্রতিমা এবং কয়েকটি দোকান।
দফায় দফায় বিক্ষোভ ও ব্যাপক ভাঙচুর হয়। পরিস্থিতি সামাল দিতে দক্ষিণবঙ্গের ডিজি সহ পুলিশ এবং প্রশাসনিক কর্তারা মাঠে নামেন। এই মুহূর্তে পরিস্থিতি থমথমে। আটক করা হয়েছে বেশ কিছু যুবককে। জখম কয়েকজন পুলিশ কর্মীও। তবে সোমবার নতুন করে উত্তেজনার খবর নেই। উল্লেখ্য ইতিমধ্যেই এই ঘটনাকে কেন্দ্র করে মাঠে নেমেছে বিজেপি নেতৃত্ব।