নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৪,নভেম্বর :: হাওড়ার নাজিরগঞ্জ তদন্ত কেন্দ্রের অন্তর্গত চাঁদমারি রোডে একটি স্পঞ্জ কারখানায় বৃহস্পতিবার রাত প্রায় ১০টা নাগাদ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
কারখানার ভেতরে বিপুল পরিমাণ দাহ্য রাসায়নিক মজুত থাকায় মুহূর্তের মধ্যেই আগুন ভয়ানক রূপ নেয়। দাউদাউ করে জ্বলে ওঠা কারখানাটিকে কেন্দ্র করে গোটা এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দাদের দাবি, প্রথমে ধোঁয়া দেখা গেলেও কী ঘটছে তা বোঝা যাচ্ছিল না। কিছুক্ষণ পরই প্রচণ্ড শব্দে রাসায়নিকভর্তি ড্রাম একের পর এক বিস্ফোরিত হতে থাকে। তখনই বাসিন্দারা ঘর থেকে বেরিয়ে দেখতে পান বিধ্বংসী আগুন পুরো কারখানাটিকে গ্রাস করেছে। দূর থেকেও স্পষ্ট দেখা যাচ্ছিল আগুনের লেলিহান শিখা।
খবর পেয়ে দমকলের ১০টি ইঞ্জিন একে একে ঘটনাস্থলে পৌঁছে আগুন নেভানোর কাজে নামেন। কারখানার পাশের খাল থেকে পাম্পের সাহায্যে জল তুলে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলে।
দমকল কর্মীরা যুদ্ধকালীন তৎপরতায় আগুন নেভানোর চেষ্টায় নেমে প্রায় সাড়ে তিন ঘণ্টা পর আগুনকে নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। তবে ততক্ষণে সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায় স্পঞ্জ কারখানাটি।
আগুনের তাপে কারখানার শেড ধসে পড়ে বলে জানা গেছে। আগুন লাগার সঠিক কারণ এখনও স্পষ্ট নয়। ঘটনার তদন্তে নেমেছে পুলিশ ও দমকল বিভাগ।

