নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: সোমবার ২৩,ডিসেম্বর :: হাওড়া ও বর্ধমান জি আর পি থানার উদ্যোগে ২২ জন রেল যাত্রীর হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে ফিরিয়ে দেওয়া হলো মোবাইল ফোনের মালিকদের হাতে ।। স্বভাবতই ফোন পেয়ে খুবই খুশি মোবাইল ফোনের মালিকেরা ।।
রেল পথে যাত্ৰার সময় এই সব ফোন গুলি হারিয়ে গেয়ে ছিলো বলে জানালেন ফোন ফিরে পাওয়া এক রেল যাত্রী ।বর্ধমান জংশন জিআরপির এক বিশেষ কর্মসুচির মাধ্যমে ফোন গুলি ফিরিয়ে দেওয়া হল ।। এই বিশেষ কর্ম সুচির নাম দেওয়া হয়ে ছিলো “ফিরে পাওয়া ।।” নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে তদন্তে নেমে এই ২২ টি মোবাইল ফোন উদ্ধার করে বর্ধমান জিআরপি ।।
উদ্ধার করার পরে সমস্ত নথি পত্র যাচাই করে মালিক হাতে ফোন গুলি তুলে দেওয়া হলো আজ ।। বর্ধমান শহরের এক বাসিন্দা জানালেন যে বর্ধমান স্টেশন হয়ে যাত্ৰার সময় তার ফোনটি হারিয়ে গেয়ে ছিলো ।। তিনি মোবাইল ফোনটি কখনো যে ফিরে পাবেন সেটা আশাও করেননি ।। তিনি সাধুবাদ জানালেন বর্ধমান জিআরপির সমস্ত অধিকারিকদের ।