নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ২১,জানুয়ারি :: মৃত মহিলার নাম গঙ্গা দাস বয়স ৭০,বাড়ি চ্যাটার্জী হাট থানা এলাকা! ছেলের বক্তব্য মা ৫ দিন ধরে নিখোঁজ ছিল। কিন্তু আজকে তার দেহ উদ্ধার হয়েছে শৈলেন মান্না সরণীর উপর হাই ড্রেনের মধ্যে , সেই নিয়ে ধন্দ্বে পড়েছে বাড়ির লোক।
তদন্ত শুরু করেছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। মহিলার গত ৫ই জানুয়ারি থেকে নিখোঁজ ছিলেন তারপরেও বাড়ির লোক থানায় কোন মিসিংডারি করেনি এটা নিয়ে উঠছে প্রশ্নচিহ্ন। তবে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠাচ্ছে চ্যাটার্জিহাট থানার পুলিশ। খতিয়ে দেখা হচ্ছে ওই এলাকার সিসিটিভি ফুটেছে।