নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ২৭,মে :: ঘূর্ণিঝড় রেমালের ল্যান্ডফলের পর শুরু হয়েছে জেলা জুড়ে বৃষ্টি। গতকাল রাতে ঘূর্ণিঝড় রেমাল ল্যান্ড ফল করেছে। তার প্রভাব পড়েছে রাজ্যের প্রত্যেকটি জেলাতেই।
হাওড়া জেলাতেও শুরু হল ঝড় বৃষ্টি। সপ্তাহের প্রথম দিনেই এই ঝড়-বৃষ্টিতে জনজীবন প্রায় স্তব্ধ হয়ে পড়েছে। শহরের একাধিক জায়গায় জলমগ্ন হয়ে পড়েছে। রামরাজাতলা, সাঁতরাগাছি সহ বিভিন্ন জায়গায় জল জমে রয়েছে। সমস্যার সম্মুখীন হতে হচ্ছে নিত্য যাত্রীদের। প্রয়োজন ছাড়া মানুষ বাইরে বেরোচ্ছেন না।