হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসকেরা এবার অভয়া ক্লিনিক নামাঙ্কিত এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করলেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ৮,সেপ্টেম্বর :: হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসকেরা এবার সদর হাসপাতালের বহিঃ বিভাগের সামনে “অভয়া ক্লিনিক”

নামাঙ্কিত এক বিনামূল্যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করলেন। ওই ক্লিনিক দশটা থেকে দুপুর ২ টো অবধি বিনামুল্যে সাধারণ মানুষ সেখান থেকে এদিন পরিষেবা পান। এই ক্লিনিকে হাওড়া জেলা হাসপাতালের চিকিৎসকেরা নিজেরা চিকিৎসা পরিষেবা দেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + 20 =