নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::হাওড়া :: শুক্রবার ৭,ফেব্রুয়ারি ::হাওড়া ডোমজুড় বাঁকড়া এলাকায় একটি চট কারখানায় বিধ্বংসী আগুন। ঘটনাস্থলে দমকলের তিনটি ইঞ্জিন আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছে।
এই অগ্নিকান্ডের ঘটনা প্রথম নজরে আসে স্থানীয়দের। জুট সামগ্রী মজুত থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে কারখানার ভেতরে। যদিও প্রশাসন সূত্রে এখনও কোনো হতাহতের খবর ঘটনার খবর নেই সেখানে। দমকল কর্মীরা যুদ্ধকালিন তৎপরতায় আগুন নেভানোর কাজ করছেন।