নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ১০ই,এপ্রিল :: হাওড়া দাসনগরে ভারত জুটমিলের শ্রমিকরা তাদের পিএফ সহ বেতনের দাবিতে সোমবার হাওড়া আমতা-রোড অবরোধ করেন। প্রায় এক ঘন্টা অবরোধের পর পুলিশের হস্তক্ষেপে অবরোধ ওঠে। তাদের দাবি দীর্ঘদিন তাদের পিএফ এর টাকা বন্ধ। মার্চ মাসের বেতনও হয়নি।
মিল কর্তৃপক্ষ পাওনা গণ্ডা নিয়ে চূড়ান্ত অসহযোগিতা করছেন তাদের সঙ্গে। এর ফলে তারা সমস্যার সম্মুখীন হচ্ছেন। এদিকে, সরকারের তরফ থেকে আশ্বাস দেওয়া হয়েছিল যে ২৬ শতাংশ সরকারের হাতে থাকবে। এই মিলের ক্ষেত্রে সরকারের কোনও পদক্ষেপ চোখে পড়ছে না বলে অভিযোগ উঠেছে। সব নিয়েই এদিন সব শ্রমিক সংগঠন একত্রিত হয়ে মাঠে নেমেছেন।