নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২,আগস্ট :: রাজ্যে যেভাবে ডেঙ্গির প্রকোপ বাড়ছে পাশাপাশি হাওড়াতেও ডেঙ্গিতে আক্রান্ত মানুষজন হাওড়া পুরসভা বেশকিছু সতর্কতামূলক কাজ শুরু করলেও ডেঙ্গুর লাভা মারার একটাই উপায় গাপি মাছ সেই কথার মাথায় রেখে ৬০টি প্যাকেট গাপ্পি মাছ আনা হলো হাওড়া পুরসভায় প্রতি প্যাকেটে ৮৫০ টি মাছ আছে !
হাওড়া পুরসভার মুখ্য প্রশাসক ডক্টর সুজয় চক্রবর্তী হাওড়া পুরসভা কর্মীদের হাতে তুলে দিল হাওড়ার বিভিন্ন অঞ্চলে নর্দমায় এবং জমে থাকা জলে এই গাপ্পি মাছ ছাড়া হবে! এর ফলে ডেঙ্গির লাভা অনেকটাই কমে যাবে দুটি পর্বে প্রায় ১৭ লক্ষ গাপি মাছ ছাড়া হবে