হাওড়া : ভূয় কোম্পানি খুলে বছরে প্রায় ৯ কোটি টাকা লেনদেন , ১৪ লক্ষের ওপর মুনাফা | যার কোম্পানি জানে না সেই যুবকই |

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ২১,সেপ্টেম্বর :: ট্রেড লাইসেন্স করতে গিয়ে বিপাকে হাওড়ার যুবক, তার অজান্তেই তার ভোটার কার্ড প্যান কার্ড ব্যবহার করে খোলা হলো একটি কোম্পানি, খোলা হলো দুটি ব্যাঙ্ক একাউন্ট | অভিযোগের তীর এক চাটার্ড একউনাটেন্টের বিরুদ্ধে |

ভূয় কোম্পানি খুলে বছরে প্রায় ৯ কোটি টাকা লেনদেন , ১৪ লক্ষের ওপর মুনাফা | যার কোম্পানি জানে না সেই যুবকই | গুরুতর এই অভিযোগের তদন্তে নেমে গ্রেফতার গুণধর সেই একাউন্টেন্ট সুরজিৎ দত্ত |

গতকাল নরেন্দ্রপুর থেকে গ্রেফতার হয় সুরজিৎ দত্ত, এর আগেও বেলতলা থানা তাকে আরো একটি প্রতারণা মামলায় গ্রেফতার করেছিল | সেই ঘটনায় সি এ ইন্সটিটিউট এর তরফে তার লাইসেন্স বাতিলও করা হয়েছিল |

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty + 7 =