নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ৫,এপ্রিল :: হাওড়া থানার অন্তর্গত হাওড়া রেল কোয়াটারের ভেতরে রং করতে গিয়ে তিন তলা থেকে নিচে পড়ে গেল এক রংমিস্ত্রি নাম সুজাউদ্দিন মোল্লা ৩২ বছর বয়স । ক্যানিংয়ের বাসিন্দা । জানা যায় এদিন সন্ধ্যেবেলা রেল কোয়াটারের ভেতরে একটি বিল্ডিং রং করছিল। রোপের মধ্যে ঝুলে।
হঠাৎই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে নিচে । স্থানীয় বাসিন্দারা এসে ছুটে এসে দেখতে পায় ওই রংমিস্ত্রি রাস্তায় পড়ে কাতর যন্ত্রণায় ছটফট করছেন । তড়িঘড়ি তাকে নিয়ে যায় হাওড়া হাসপাতালে ইতিমধ্যেই তাকে হাওড়া হাসপাতালে চিকিৎসা শুরু হয়েছে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে তার হাতে এবং পায়ে গভীর চোট রয়েছে। এবং ঘটনাস্থলে দেখা যায় একটি মইয়ের সঙ্গে দড়ি বেঁধে সেই দড়িতে ঝুলেই সে কাজ করছিল ।
তবে রাতের অন্ধকারে কাজ করার কারণ খুঁজে পাচ্ছে না এলাকার মানুষ তবে ওই রং করার বরাত পাওয়া কন্টাকটারের খোঁজ পাওয়া যায়নি । পাশাপাশি ওই যুবক একা রাত্রের অন্ধকারে কি কারনে কাজ করছিল এটা নিয়েও কিন্তু প্রশ্নচিহ্ন উঠছে।
ঘটনাস্থলে তড়িঘড়ি ছুটে আসেন ২৯ নম্বর ওয়ার্ডের প্রাক্তন কাউন্সিলর শৈলেশ রায় তিনি ওই যুবককে হাসপাতালে ভর্তি করেন এবং তার বাড়ির লোক এবং পরিজনকেও খবর দেন। ইতিমধ্যে খবর দেওয়া হয়েছে হাওড়া থানার পুলিশকে তবে এলাকা থেকে পলাতক কন্টাকটার।