হাওড়া লিলুয়াতে জুট মিলে বিধ্বংসী আগুন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শনিবার ২৯,মার্চ :: হাওড়া লিলুয়াতে একটি জুটের কারখানাতে বিধ্বংসী আগুন লাগে । ঘটনাস্থলে দমকলের দশটি ইঞ্জন । প্রাথমিকভাবে মনে করা হচ্ছে শর্ট সার্কিট থেকেই আগুন লাগে।

নিমেষের মধ্যে আগুন ছড়িয়ে যায় গোডাউনে এবং পুরো কারখানায় ঘটনাস্থলে দমকলের দশটী ইঞ্জিন কাজ করছে । ঘটনাস্থলে পৌঁছেছে লিলুয়া থানার পুলিশ। দমকল ও প্রশাসনের আধিকারিকরা খতিয়ে তদন্ত করে দেখছে কিভাবে আগুন লাগল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × five =