হাওড়া শহরে ছট পুজোর জন্য বিখ্যাত নমকগোলা ঘাটে কি এবার ছট পুজো হবে ??

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ২৯,সেপ্টেম্বর :: হাওড়া শহরে ছট পুজোর জন্য বিখ্যাত নমকগোলা ঘাট। আর এই ঘাটটি এখন বেসরকারি সংস্থার হাতে হস্তান্তর করেছে ইস্টার্ন রেলওয়ে। আর এই নিয়ে প্রশ্ন উঠছে যে ছট পুজো আসছে সেটা কি এখানে মানুষজন করতে পারবে।

উত্তর হাওড়ার বিধায়ক নিজে দায়িত্ব নিয়ে সংস্থার সঙ্গে কথা বলেন এবং এ বছর ও এই ঘাটে ছট পুজো হবে বলে ব্যবস্থা করেন। বেসরকারি সংস্থা এগ্রিমেন্ট করে এই পারমিশন দেন যে ছট পুজো এবারও এই ঘাটে হবে। এতে ছট পুজো যারা করে তারা খুব খুশি।

কিন্তু একটা প্রশ্ন উঠছে যে পরবর্তী বছরগুলোতে এই ঘাটে ছট পুজো করতে দেয়া হবে কি হবে না সেটা এখনো ধোঁয়াশার মধ্যে রয়েছে। এই প্রশ্ন ছট পুজো যারা করেন তাদের বড় চিন্তা হয়ে দাঁড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − 1 =