নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: সোমবার ২৩,ডিসেম্বর :: পাটনা শালিমার দুরন্ত থেকে শালিমার স্টেশনে এসে পৌঁছায় বিনয় কুমার নামে হাওড়া পি কে ব্যানার্জি রোডের বাসিন্দা এক ব্যক্তি তার কাছ থেকে ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা উদ্ধার হয়। জিআরপি সূত্রে জানা যাচ্ছে পাটনার দুরন্ত থেকে শালিমার পর্যন্ত একটি টিকিট তার কাছ থেকে পাওয়া গেছে
তাকে আজ সকাল বেলা শালিমার স্টেশন এর তিন নম্বর প্লাটফর্মে সন্দেহবশত দেখতে পেয়ে জিআরপি আধিকারিকরা তাকে জিজ্ঞাসাবাদ শুরু করেন ও তার ব্যাগ খুলে দেখাতে বলা হলে সেই ব্যাগ থেকে বিপুল পরিমাণ টাকা উদ্ধার হয়। সেই টাকা গুনার পর তার পরিমাণ ১৭ লক্ষ ৯৪ হাজার টাকা দাঁড়িয়েছে।
বিনয় কুমার কে জিআরপি আধিকারিকরা এত পরিমাণ টাকা সূত্র জানার বা বৈধ কাগজপত্র দেখাতে বলা হলে তিনি কোন রকম কাগজপত্র দেখাতে পারেননি ও সদ উত্তরও দিতে পারেননি, তাকে আটক করে শালিমার জিআরপি নিয়ে আসা হয় ও তদন্ত শুরু করা হয়েছে কোথায় থেকে এত পরিমান টাকা নগদ নিয়ে তিনি আসছিলেন বা কোথায় যাচ্ছিলেন তা এখনো জানা যায়নি।