নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: শুক্রবার ১৭,জানুয়ারি :: হাওড়া শিবপুরে বিক্রম বিহার আবাসনের ই ব্লকে দীপক জৈন এর বাড়ীতে সাত সকাল ইডির আধিকারিকরা হানা দেন। মূলত ব্যাংক জালিয়াতি ও আর্থিক তছরুপের তদন্তে কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে এই ইডি অভিযান।
ছয় কোটি আর্থিক তছরূপের ঘটনায় হাওড়ার দীপক জৈনের যে নিজস্ব গাড়ি রয়েছে সেই গাড়ি থেকে ইডির আধিকারিকরা উদ্ধার করলেন বেশ কিছু নথি এবং সেই নথি গুলো নিয়ে আবার তারা দীপক জৈনের ফ্লাটে ফিরে গেলেন।