নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বুধবার ২৭,ডিসেম্বর :: এবার হাওড়া সদর জেলা তৃণমূল সভাপতি তথা ডোমজুড় বিধানসভার বিধায়ক কল্যাণ ঘোষের নামে পোস্টার পড়ল এলাকাতে। হাওড়ার বাঁকড়া এলাকার বিভিন্ন স্থানে এই পোস্টারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় এলাকাতে। পোস্টারে ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষকে চোর, তোলাবাজ, জমি মাফিয়া ও ধান্দাবাজ বলে সম্বোধন করা হয়েছে।
বুধবার ডোমজুড় বিধানসভার বাঁকড়ার বিভিন্ন জায়গায় এই পোস্টার সাধারণ মানুষের নজরে আসে। ওই এলাকার বিধায়ক তথা হাওড়া সদর তৃণমূল জেলা সভাপতি কল্যাণ ঘোষ এর নামে লেখা এই পোস্টারের নিচে লেখা তৃণমূল কংগ্রেস কর্মীবৃন্দ।
এ বিষয়ে কল্যাণ ঘোষ বলেন, ‘ আমি বিধায়ক ও জেলা সভাপতি হওয়ার আগে দশ বছর ধরে এখানে জমি মাফিয়া, তোলাবাজি চলতো। আমি আসার পর ৯০% এই কাজে ভাঁটা পড়েছে।
সেই জ্বালাতেই এই ধরণের কাজ করেছে। এটা বিরোধীদের কাজ কিনা তাও পুলিশকে লিখিত অভিযোগ জানিয়ে তদন্ত করে দেখার অনুরোধ করবো। আমার নামে জমি দখল কেন সামান্য ধূলিকনাও দখল করে রেখেছি এই অভিযোগ সত্যতা প্রমান হলে রাজনীতি করা ছেড়ে দেব।’