নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ২১,মে :: লোকসভার নির্বাচনের মধ্যে হাওড়ার সাঁকরাইলের নতিবপুর শেখপাড়া এক নম্বর পঞ্চায়েত এলাকায় সিপিআইএম কর্মীদের হুমকি,ভোটার স্লিপ ছিড়ে নেওয়ার অভিযোগ উঠলো তৃণমূলের বিরুদ্ধে । শুধু তাই না সেখানকার সিপিআইএম কর্মীদের অভিযোগ ভোটারদের লক্ষ্য করে ইটবৃষ্টি করা হল।
আর তা ঘিরে উত্তেজনা। সোমবার সকালে ডোমজুড় থানা এলাকার কোলোড়া শেখপাড়া প্রাথমিক বিদ্যালয়ের ৭১ নম্বর বুথ এলাকায় এই ঘটনা ঘটে। গোটা এলাকায় উত্তেজনায় ছড়িয়ে পড়ে। যেটা জানা গেছে এলাকার সিপিএম কর্মীদের রবিবার রাত থেকেই নানাভাবে হুমকি দেওয়া হচ্ছিল। এদিন সকালে সিপিএম সমর্থকরা যখন ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যান তখন তৃণমূল কর্মীদের সাথে প্রথমে বচসা হয়।
তারপর তাদের মধ্যে হাতাহাতি হয়। এরপরই সিপিএম সমর্থকদের দিকে বহুতল বাড়ি থেকে ইটবৃষ্টি শুরু হয়। পরে ঘটনাস্থলে ছুটে আসে পুলিশ। তারাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিপিআইএম কর্মীরা জানান এই ঘটনার জন্য অনেকে ভোট দিতে যেতে প্রথমে ভয় পান। ভোটার স্লিপ ছিড়ে দেওয়ার জন্য তাঁরা ভোট দিতে পারছেন না প্রথমে। তবে পরে ভোট দেন বেশ কিছুজন।
দক্ষিণ কোরোলার পনেরো জন ছেলে এসে এই ঘটনা ঘটায় বলে অভিযোগ সিপিআইএম কর্মীদের । এমনি আগামী চার জুন পর্যন্ত হুমকি দেওয়া হবে বলে তাঁরা অভিযোগ করেন। তবে এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের কারোর কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।