নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ০৫,অক্টোবর :: হাওড়া সিটি পুলিশ আয়োজিত ২০২৩ শারদোৎসবের পুজো গাইড ম্যাপ প্রকাশ হলো। বৃহস্পতিবার সকালে হাওড়ার শরৎ সদনে এদিন সিটি পুলিশের উদ্যোগে একটি সমন্বয় সভার আয়োজন করা হয়। ওই সভা থেকেই এদিন পূজা গাইড ম্যাপ প্রকাশিত হয়।
রাজ্যের সমবায় মন্ত্রী অরূপ রায়, জেলাশাসক দীপাপ প্রিয়া পি, বিধায়ক গৌতম চৌধুরী, কল্যাণ ঘোষ, হাওড়ার মুখ্য পুর প্রশাসক ডা: সুজয় চক্রবর্তী, পুর কমিশনার ধবল জৈন, হাওড়া সিটি পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠী, বেলুড় মঠের মহারাজ স্বামী মুক্তেশানন্দজি মহারাজ সহ পুলিশের আধিকারিকরা এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
হাজির ছিলেন দমকল, দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ, সিইএসসি, পিডব্লুউডি, ডব্লুউবিএসইডিসিএল এর আধিকারিকরা সহ বিভিন্ন পুজো কমিটির উদ্যোক্তারা। এদিন সিটি পুলিশের ডিসি হেড কোয়ার্টার অলকানন্দা ভাওয়াল জানান, হাওড়া সিটি পুলিশ এলাকায় এবার সরকার অনুমোদিত ১,৩৫০টি পুজো হচ্ছে। তৃতীয়া থেকেই দর্শনার্থীরা পুজোমন্ডপ পরিদর্শনে আসবেন। সেইমতো পুজো মন্ডপের সামনে পুলিশি নিরাপত্তা থাকবে।
২৪ অক্টোবর দশমী থেকে ২৬ অক্টোবর দ্বাদশী পর্যন্ত এই তিনদিন গঙ্গায় প্রতিমা নিরঞ্জন করতে হবে। শহরের বড়ো পুজো মন্ডপগুলোর সামনে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা থাকছে। এছাড়াও পুজোর অনলাইন অনুমতি নেওয়া শুরু হয়েছে। এবারও গেট হবে এল আকৃতির। এবারও পর্যাপ্ত সিসিটিভি লাগানো হবে। বিসর্জনের সময় ঘাটে থাকবে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। প্যান্ডেলে অগ্নিনির্বাপক ব্যবস্থা রাখতে হবে।