নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: ৭ই,এপ্রিল :: দক্ষিণ-পূর্ব রেলের খেমাশুলি এবং কস্তুর স্টেশনে লাগাতার রেল অবরোধের জেরে বিপর্যস্ত ট্রেন চলাচল। দক্ষিণ পূর্ব রেলের আপ এবং ডাউনলাইনে ট্রেন চলাচল বিঘ্নিত। গত তিন দিনে কমপক্ষে ২২৫ টার বেশি দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। এর ফলে চরম দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্স এ গিয়ে দেখা গেল আটকে পড়েছেন বহু যাত্রী। কেউ একদিন বা তার বেশি স্টেশনে রয়েছেন। এমনকি ক্যান্সারে আক্রান্ত রোগী মুম্বাইয়ে চিকিৎসার জন্য যেতে পারছেন না। চিকিৎসকের সঙ্গে অ্যাপয়েন্টমেন্ট থাকলেও তিনিও হাওড়া স্টেশনে আটকে পড়েন। যাত্রীরা জানিয়েছেন এভাবে ট্রেন না চলায় তারা চরম অসুবিধায় পড়েছেন।
হাওড়া স্টেশনের অনুসন্ধান বিভাগের এক কর্মী জানিয়েছেন হাওড়া মুম্বাই গীতাঞ্জলী এক্সপ্রেস, হাওড়া মুম্বাই মেল, হাওড়া চক্রধরপুর এক্সপ্রেস, হাওড়া পুরুলিয়া এক্সপ্রেস, হাওড়া বারবিল জনশতাব্দী এক্সপ্রেস, হাওড়া আমেদাবাদ এক্সপ্রেস, হাওড়া টাটানগর স্টিল এক্সপ্রেস, হাওড়া পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস সহ একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে।
এর পাশাপাশি সাঁতরাগাছি এবং শালিমার স্টেশন থেকেও একাধিক দূরপাল্লার ট্রেন বাতিল করা হয়েছে। বেশ কিছু ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। দক্ষিণ পূর্ব রেল কর্তৃপক্ষ জানিয়েছে অবরোধ উঠলে তবেই ট্রেন চলাচল শুরু হবে। তবে কবে অবরোধ উঠবে তা এখনও স্পষ্ট নয়। কার্যত তার দিকেই তাকিয়ে আছেন যাত্রীরা।