নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: মঙ্গলবার ৬,জুন :: হাওড়া স্টেশনের সাবওয়েতে হকারি করা নিয়ে মঙ্গলবার সকালে হকারদের দুই গোষ্ঠীর মধ্যে গন্ডগোল বাধে। খবর পেয়ে ছুটে আসে গোলাবাড়ি থানার পুলিশ। পুলিশ এসে খালি করে দেয় সাবওয়ে চত্বর। এরপর থেকে নতুন করে আর ঝামেলার খবর পাওয়া যায়নি।
পুলিশ সূত্রে জানা গেছে, হকারি কারা করবে এবং কারা মালপত্র নিয়ে সেখানে বসবে এই নিয়ে দু’পক্ষের আগে থেকেই ঝামেলা চলছিল। আগেও একবার পুলিশ গিয়ে সাবওয়ে চত্বর খালি করে দিয়েছিল। মঙ্গলবার ফের ওরা মালপত্র নিয়ে বসতে আসে। নিজেদের মধ্যে ওদের গন্ডগোল হয়।
এমনিতেই রাস্তা জুড়ে তারা বসে পড়ায় সাধারণ মানুষের সাবওয়ের ওই রাস্তা দিয়ে হাঁটাচলার অসুবিধা হচ্ছিল। খবর পেয়েই এদিনও পুলিশ সেখানে যায়। ওই চত্বর খালি করে দেয় পুলিশ। তবে পুলিশের সামনে কোনও ঝামেলার ঘটনা ঘটেনি। এই ঘটনায় পরে দু’পক্ষই অভিযোগ দায়ের করেছে। তদন্ত চলছে।
অন্যদিকে, আরও অভিযোগ, এদিনের গন্ডগোলে দোকান লাগাতে না পেরে গায়ে কেরোসিন ঢেলে আত্মহত্যার চেষ্টা করেন এক হকার। তবে, এই ঘটনা নিয়েও হকারদেরই দুই গোষ্ঠীর মধ্যে দ্বিমত রয়েছে। যদিও পুলিশ অবশ্য ওই ঘটনার সত্যতা মানতে চায়নি।