নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: রবিবার ৭,এপ্রিল :: হাওড়া হাসপাতালে জলকষ্ট, রোগীর আত্মীয়দের কিনে খেতে হচ্ছে জল | চরা গরমে হাসপাতালে লাগানো জলের কলে গিয়ে খালি হাতেই ফিরতে হচ্ছে রোগীর আত্মীয়দের | এই খোদ হাওড়া স্টেট জেনারেল হাসপাতালের | আর হাসপাতাল চত্বরে ঢিলছোড়া দূরত্ত্বে বসে হাসপাতালের জলের কষ্ট অতটা নয় বলে দাবি হাওড়া জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের |
তবে উল্টো কথা বলছেন রোগীর আত্মীয়রা | তাদের দাবি হাওড়া হাসপাতালের এমার্জেন্সি বিভাগের দিকে একটি পানীয় জলের ব্যবস্থা থাকলেও একটি মাত্রা কল ব্যবাহার যোগ্য অন্য আরেকটি জলের ব্যবস্থা রয়েছে হাওড়া হাসপাতালের সুপারের ঘরের বাইরে সেখানেও সবকটি কলের মুখই ভাঙা পড়ে রয়েছে | যার জেরে কার্যত বাধ্য হয়েই জল কিনে খেতে হচ্ছে রোগীর আত্মীয়দের |
এই সুযোগে জলের ব্যবসাও শুরু হয়ে গিয়েছে হাসপাতাল চত্বরে | চিফ মেডিক্যাল অফিসার ড: কিশলয় দত্ত দাবি করেছেন কিছু কিছু বিষয় তিনি পূর্ত ও জনস্বাস্থ্য বিভাগকে জানিয়েছেন | দ্রুত ব্যবস্থা নেওয়া হবে |