নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ৯ই,মার্চ :: হাওড়ার লিলুয়া থেকে পুলিশের জালে ধরা পড়ল ৪ বাংলাদেশী। পুলিশ সূত্রের খবর এরা কোনও বৈধ কাগজপত্র ছাড়াই ভারতে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং ভারতে বসবাস করছিল। গোপন সূত্রে খবর পেয়ে বুধবার রাতে লিলুয়া থানার পুলিশ চামরাইলের রামকৃষ্ণপল্লী থেকে এদের হাতেনাতে ধরে।
প্রথমে এদের আটক করে থানায় আনা হয়। কিন্তু এরা পুলিশের কাছে কোনও বৈধ কাগজপত্র নথি দেখাতে না পারায় পুলিশ এদের গ্রেপ্তার করে। লিলুয়া থানা সূত্রে জানা গেছে, ধৃতেরা হলো সমীর বারুই(২৬), বিশ্বজিৎ রায় (২৮), নয়ন বিশ্বাস (২৩) ও রাজীব গাইন (২৩)।
পুলিশ এদের বিরুদ্ধে ফরেনার অ্যাক্টে মামলা শুরু করেছে। এরা কাদের মাধ্যমে এদেশে প্রবেশ করেছিল এবং কতদিন ধরে এখানে বসবাস করছিল তা সবই পুলিশ তদন্ত করে দেখছে। বৃহস্পতিবার এদের হাওড়া আদালতে তোলা হয়। পুলিশ তিনদিনের হেপাজত চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছে।