নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: রামরাজাতলা :: হাওড়ার রামরাজাতলা বাজারে কনজারভেন্সি বিভাগের কর্মীদের নিয়ে বুধবার স্পেশাল ড্রাইভ চালানো হলো পুরসভার তরফ থেকে। পুজোর আগেই শহরকে পরিচ্ছন্ন রাখতে এই বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে হাওড়া পুরসভা। হাওড়ায় প্রতিটি বাজারের লিস্ট ধরে এখন থেকে সপ্তাহে একদিন করে কনজারভেন্সি বিভাগের তরফ থেকে দেওয়া হচ্ছে স্পেশাল ড্রাইভ।
পুরসভার তরফ থেকে একথা জানান প্রশাসকমন্ডলীর ভাইস চেয়ারপার্সন সৈকত চৌধুরী। তিনি বলেন, আমরা বৃহস্পতিবার হাওড়ার রামরাজাতলা বাজারে স্পেশাল ড্রাইভ দিয়েছি। কনজারভেন্সি বিভাগের পক্ষ থেকে বুধবার ৪৪নং এবং ৪৭নং ওয়ার্ডের শিবপুর এবং দক্ষিণ হাওড়ার মধ্যে রামরাজাতলা বাজার পরিদর্শনে যাওয়া হয়েছিল।
পরিদর্শনের পাশাপাশি ওই বাজার পরিষ্কার করা হয়েছে। এর সঙ্গে এই এলাকার ভ্যাটগুলিও পরিষ্কার করা হয়েছে। ১৫ দিন পর আবার এই এলাকা পরিদর্শনে আসা হবে এবং এই পদক্ষেপ নেওয়া হবে