নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: ৩১শে মার্চ :: কাজিপাড়ায় অশান্তির ঘটনায় আজ প্রথমে হাওড়ায় দলের সদর কার্য্যালয়ে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এখান থেকে তিনি গতকালের ঘটনায় আহতদের দেখতে যান জেলা হাসপাতালে। এবং সেখান থেকে সিপি অফিসে যান তিনি। সেখানে তাঁকে প্রথমে বাধা দেওয়া হলেও পরে সিপি অফিসে ঢোকার অনুমতি পান তিনি।
সেখানে বৃহস্পতিবারের ঘটনার একটি সিডি জমা দেন তিনি কমিশনারেট অফিসে। এদিন হাওড়ায় এসে NIA তদন্তের দাবি তোলেন শুভেন্দু অধিকারী। পাশাপাশি, কাজিপাড়া পিএম বস্তি এলাকায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার দাবি জানিয়েছেন তিনি। প্রয়োজনে সেনা নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হোক। এমনও দাবি তুলেছেন তিনি। তিনি বলেন, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এবং রাজ্যপালকেও মেল করে ঘটনার কথা জানিয়েছেন তিনি।