নিজস্ব প্রতিবেদক :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: গত এক মাসে বিভিন্ন ঘটনায় মিসিং হয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে সেগুলো যাচাইয়ের পর প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হলো। হাওড়ার গোলাবাড়ি থানার উদ্যোগে এই সমস্ত ফোন এক অনুষ্ঠানের মাধ্যমে তুলে দেওয়া হয়। ওই অনুষ্ঠানে হাওড়া সিটি পুলিশের ডিসিপি নর্থ অনুপম সিং, এসিপি নর্থ আবদুল গফফর, গোলাবাড়ি থানার আইসি সুদীপ সিং প্রমুখ উপস্থিত ছিলেন।
এইসব ফোন উদ্ধার করে যাচাইয়ের পর সেই ফোনগুলো পুলিশের তরফ থেকে এদিন তাদের আসল মালিকদের হাতে তুলে দেওয়া হল । উল্লেখ্য, হাওড়া সিটি পুলিশের অধীন বিভিন্ন থানাতেই বছরভর ফিরে পাওয়া প্রকল্পের অধীনে এরকম উদ্যোগ নেওয়া হয়ে থাকে।