নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ ::হাওড়া :: রবিবার থেকেই শুরু হবে ছট পূজা উপলক্ষে অস্তমিত সূর্য্যকে প্রণাম করে পূর্ণার্থীদের গঙ্গা স্নান। আর ছট পুজো উপলক্ষে হাওড়া বিভিন্ন গঙ্গা ঘাট দ্রুত পরিষ্কার করা কাজ শুরু হয়েছে ইতিমধ্যে। কোন জায়গায় প্রশাসনের তরফ থেকে তো কোন জায়গায় স্বেচ্ছাসেবী সংগঠন ও কোন কোন জায়গায় রাজনীতিক দলের কর্মীরাও সক্রিয়ভাবে কাজ করতে শুরু করেছেন।
সকলের একটাই উদ্দেশ্য যাতে পূর্ণার্থী দের কোনরকম অসুবিধা না হয়। পাশাপাশি হাওড়া পৌর নিগমের পক্ষ থেকে প্রশাসক মন্ডলী ভাইস চেয়ারম্যান জানিয়েছেন হাওড়া পৌর নিগম এলাকাতে মোট ৩৯ টি ঘাট রয়েছে পাশাপাশি আরো কুড়িটি অস্থায়ী ঘাট তৈরী করা হয়েছে কারোর যাতে কোনো রকম অসুবিধা না হয় ।
তার জন্য বিভিন্ন গঙ্গা ঘাটে ইতিমধ্যে সাফাই করার কাজ প্রায় শেষের দিকেই। ঘাটের ধারে লাইটের কাজ খতিয়ে দেখা হচ্ছে যাতে কোনো রকমভাবে কোনো ঘাট আলো কম না থাকে ।আলো যাতে পর্যাপ্ত থাকে তা নিয়ে ব্যবস্থা করা হচ্ছে।
হাওড়া পুলিশ কমিশনার প্রবীণ কুমার ত্রিপাঠি জানিয়েছেন বিগত বছর মতন এই বছরও বিভিন্ন গঙ্গা ঘাটের ডিজাস্টার ম্যানেজমেন্ট কর্মী মোতায়েন থাকবেন। এছাড়াও গঙ্গার ঘাটে বাঁশ দিয়ে ব্যারিকেড করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরার মাধ্যমেও মারফত নজরদারি চালানো হবে।