নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: হাওড়া স্টেশনে প্রধানমন্ত্রীর সফরের জন্য বিশেষ সুরক্ষা ব্যবস্থার কথা ঘোষণা করল পূর্ব রেল। পূর্ব রেলের জারি করা নির্দেশিকায় জানান হয়েছে ৩০ ডিসেম্বর শুক্রবার হাওড়া স্টেশনে আসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাওড়া স্টেশন থেকে তিনি দেশের সপ্তম ও রাজ্য সহ পূর্ব ভারতের প্রথম দেশীয় প্রযুক্তিতে তৈরী সেমি বুলেট বন্দে ভারত ট্রেনটির উদ্বোধন করবেন।
প্রধানমন্ত্রী সুরক্ষা ব্যবস্থার জন্য হাওড়া স্টেশনের নতুন কমপ্লেক্সর ২১, ২২, ২৩ নম্বর প্ল্যাটফর্ম তিনটি সম্পূর্ণ বন্ধ করে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ২৯ তারিখ রাত ১২ টা থেকে ৩০ ডিসেম্বর দুপুর ২ টা পর্যন্ত এই তিনটি প্ল্যাটফর্ম অন্য কোনো কাজে ব্যবহার করা হবে না। ওই তিনটি প্ল্যাটফর্মের জন্য নির্ধারিত ট্রেনগুলোকে অন্য প্ল্যাটফর্মে যাতায়াতের বিকল্প ব্যবস্থা করা হয়েছে বলে জানান হয়েছে পূর্ব রেলের পক্ষ থেকে।