সজল দাসগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ২৪,অক্টোবর :: শিলিগুড়ির হাকিমপাড়ার মিত্র নার্সিংহোমে বৃহস্পতিবার রাত ৯ টা নাগাদ হঠাৎই আগুন লাগে। ঘটনায় মুহূর্তে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। আতঙ্কিত হয়ে পড়েন রোগী ও তাঁদের পরিজনেরা।
সূত্রের খবর, নার্সিংহোমের একাংশ থেকে ধোঁয়া বেরোতে দেখা যায়। সঙ্গে সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষ দমকলকে খবর দেয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দু’টি ইঞ্জিন। দমকল কর্মীরা দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনতে তৎপরতা শুরু করেন।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রাথমিকভাবে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত বলে ধারণা করা হচ্ছে। যদিও সঠিক কারণ এখনও জানা যায়নি।
আগুন লাগার খবর ছড়িয়ে পড়তেই আশপাশের দোকানপাট ও বাড়িঘরের লোকজনও ভিড় জমায়। হাসপাতালের ভেতর থেকে রোগীদের দ্রুত নিরাপদে সরিয়ে নেওয়া হয়। সৌভাগ্যবশত, এই ঘটনায় বড় কোনও হতাহতের খবর মেলেনি।
দমকলের তৎপরতায় প্রায় এক ঘণ্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনার পর নার্সিংহোমে অস্থায়ীভাবে চিকিৎসা পরিষেবা বন্ধ রাখা হয়েছে। ঘটনাটি নিয়ে তদন্ত শুরু করেছে দমকল ও পুলিশ।

