সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: কাকদ্বীপ :: শুক্রবার ১১,আগস্ট :: গ্যাংটক থেকে ফেরার পথে নাথুলা পাহাড়ের কাছে নিয়ন্ত্রণ হারিয়ে সেনাবাহিনীর গাড়ি পড়ে যায় খাদে । এই মর্মান্তিক দুর্ঘটনায় মৃত্যু হয় গাড়ির চালক ও এক সেনা জওয়ানের । মৃত জোয়ানের নাম সুমিত মাইতি । দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপ বিধানসভার রাজনগর এলাকার বাসিন্দা ।
এই খবর বাড়িতে পাওয়ার পর কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার। বৃহস্পতিবার ওই বীর সেনার কফিন বন্দী নিথর দেহ ফেরে কাকদ্বীপের রাজনগর গ্রামে। প্রথমে তাঁকে আনা হয় তিনি যে স্কুলে পড়েছিলেন সেই নামখানা নারায়ণ বিদ্যামন্দির স্কুলে। এলাকার মানুষ সেখানে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করেন।
চোখের জলে কয়েক হাজার এলাকার মানুষ শেষ বারের জন্য দেখতে আসেন ভারত মায়ের ওই বীর সন্তানকে। মৃতদেহ নিয়ে আসা জোয়ানেরা জাতীয় সংগীত এর মাধ্যমে তাকে শেষ বিদায় জানান। যত রাত বাড়ে রাজনগর গ্রামে থিক-থিকে মানষের ভিড় বাড়তে থাকে।
পায়ে হেঁটে শববাহী গাড়ির সাথে র্যালি করে শয়ে শয়ে মানুষ যায় রাজনগর গ্রামে।। প্রতিবেশীরা জানান সুমিত মাইতি মারা যাননি , তিনি অমর হয়ে থাকবেন এই রাজনগর সহ এলাকার সকল মানুষের হৃদয়ে ।