হাজিরা না দিলে জামিন অযোগ্য গ্রেপ্তারি পরোয়ানা ! ১৮ রাজ্যের মুখ্যসচিবকে তলব সুপ্রিম কোর্টের

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নয়াদিল্লি :: শুক্রবার ২৩,আগস্ট :: অন্য একটি মামলার ভিত্তিতে আগামী ২৭ আগস্ট ওই ১৮ রাজ্যের মুখ্যসচিবকে শীর্ষ আদালত হাজিরার নির্দেশ দিয়েছে।

রাজ্যগুলি হল তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, অন্ধ্রপ্রদেশ, ছত্তিশগড়, দিল্লি, অসম, নাগাল্যান্ড, মেঘালয়, হিমাচলপ্রদেশ, জম্মু ও কাশ্মীর, লাদাখ, ঝাড়খণ্ড, কেরল, বিহার, গোয়া, হরিয়ানা এবং ওড়িশা।

জুডিশিয়াল পে কমিশনের রাজ্যের বিচারবিভাগের সঙ্গে যুক্তদের বেতন বৃদ্ধি, বকেয়া পেনশন এবং অবসরকালীন বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধির সুপারিশ করেছে। কয়েকটি রাজ্য সেই নিয়ম কার্যকর করলেও ১৮টি রাজ্যে সেই নিয়ম কার্যকর হয়নি। তাতেই ক্ষুব্ধ সুপ্রিম কোর্ট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

2 × two =