নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: বৃহস্পতিবার ২৬,ডিসেম্বর :: ফের তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব প্রকাশ্যে। বসিরহাটের তৃণমূলের হাড়োয়া ২নং ব্লকের নতুন সভাপতি সিরাজুল ইসলামের নাম ঘোষণা হতেই হাড়োয়া থানার সোনাপুকুর-শংকরপুর গ্রাম পঞ্চায়েতের কালিয়ানি গ্রামে নাসিরউদ্দিন মোল্লার বাড়িতে হামলা।
লোহার রড, বাঁশ ও বোমা নিয়ে সশস্ত্র অবস্থায় হামলা চালানোর অভিযোগ একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। মিনাখাঁ বিধানসভার তৃণমূলের চেয়ারম্যান মৃত্যুঞ্জয় মন্ডল গোষ্ঠী ঘনিষ্ঠ সিরাজুল ইসলাম হাড়োয়া ২নং ব্লকের তৃণমূল কংগ্রেসের নতুন ব্লক সভাপতি হয়েছেন। নাম ঘোষণা হতেই বুধবার সন্ধ্যায় সিরাজুলের অনুগামীরা তৃণমূল কর্মী নাসিরউদ্দিন মোল্লার বাড়িতে গিয়ে হামলা চালায়।
বাড়ির বেশ কয়েকজন পুরুষকে বেধড়ক মারধর করা হয়। এমনকি তার পরিবারের এক মহিলার পেটে লাথি মেরে দুই মাসের শিশুকে হাতে তুলে নিয়ে মেরে ফেলে দেওয়ার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। প্রতিবাদ করতে আসলে ওই শিশুর মা ফিরোজা বিবিকে বেধড়ক মারধর করে জামা কাপড় ছিড়ে দেওয়া হয় বলে অভিযোগ। এই ঘটনায় মহিলা সহ পাঁচজন গ্রামবাসী আহত হয়েছেন।