নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাড়োয়া :: রবিবার ৩,মার্চ :: হাড়োয়া গ্রামীণ হাসপাতালে এক নাবালিকাকে শ্লীলতা হানির ঘটনার প্রতিবাদ জানাতে ডি ওয়াই এফ ওয়াই এর উদ্যোগে হাড়োয়া হাসপাতালের সামনে বিক্ষোভ। হাড়োয়া ব্লকের স্বাস্থ্য আধিকারিক এর কাছে তারা একটি ডেপুটেশন জমা দেবেন।
তার আগে হাড়োয়া গ্রামীণ হাসপাতালের সামনে তারা বিক্ষোভ দেখাচ্ছেন। বিক্ষোভকারীদের দাবি এই ঘটনার সঙ্গে গ্রেপ্তার হওয়া শুধু শেখ রিয়াজ জড়িত নয় এর সঙ্গে আরও অনেকে জড়িত রয়েছে। কিভাবে একটা মহিলা ওয়ার্ডের মধ্যে পুরুষ প্রবেশ করলো এবং তাকে কিভাবে বেড থেকে বাথরুমে নিয়ে গেল তা নিয়ে নিরাপত্তার প্রশ্ন তুলেছে তারা।