নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বসিরহাট   :: শনিবার ৯,ডিসেম্বর ::   এলাকার দুই কুখ্যাত দুষ্কৃতীকে গ্রেফতার করেছে উত্তর ২৪ পরগনা জেলার  হাড়োয়া থানার পুলিশ।
ধৃতদের কাছ থেকে একটি গুলিভর্তি বন্দুক উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় ধৃতদের নাম জবাব মোল্লা ও রফিকুল মোল্লা। ধৃতদের শনিবার বসিরহাট মহকুমা আদালতে তোলা হয়েছে।
